সর্ব সুখি কেউ ছিলোনা, এই পৃথিবীতে জানি -
হাসির আড়ালে লুকোনো, হাজার ব্যথার কাহিনী !
আলো ঝরে চাঁদের হাসিতে, সবাই ভাবে ধন্য
গোপন কষ্ট আড়ালে বলে- পোড়া কপালের বন্য !
মুগ্ধ ক্রেতা; রঙের বাজার, অশ্রু বিন্দু হীরে
মুখ ঢেকে মন হারালে মেলায়, কুকুর চেঁচায় ভিড়ে !
অনেক দিয়েছো শূন্য ঝোলা, ভেবোনা পাওনা বেশি !
হৃদয়ের ধন নিলাম করেছে- এক টুকরো হাসি l
ভাবলে ভরা, দেখি খালি হয়ে আছে আগে
ভালোর আঁধারে কিভাবে যে আলো জাগে !!
অভিমানে কাঁদি সারাদিন সারা বেলা
সবই বুঝেছি, তবু অজানা জীবন খেলা l