কবির কলমে কলমা ঝরবে
হলে চেতনা বিবেক শুদ্ধ !
নাহলে কাব্য কালির আঁচড়
হবে শব্দে মিথ্যা যুদ্ধ !!


*****************


পাগল করা মিষ্টি হাসি
হোস না আমার সর্বনাশী
করিস না- আজীবনের মিলন অঙ্গীকার !
কপাল যদি ভিন্ন বলে
পথ ভুলে তুই যাবি চলে
স্মৃতির সাথে জ্বলবে শুধু- প্রাণের অঙ্গার !!


*******************


বিশ্বাসটাই খুন হয়ে গেলো
স্বার্থের ঘোলা জলে !
মরমী মনে লাগাও তালা
স্বপ্নে কেউ না ঠেলে !!


**************


জীবনের পথে কাহিনী হাজার
পারোনি সেভাবে শুনতে  !
হীরের হৃদয়ে হাহাকার ছিল
দরদী হলেই জানতে !!