কত হৃদয়ের কত হাহাকার, চিৎকার করে ডাকে !
কে শুনবে ! শুনেছে কবে ? সময় স্রোতের বাঁকে l
নিজের সাথে নিত্যদিনই চলে নীরব লুকোচুরি !
হার-জীতের আজব নিয়ম অসৎ জারিজুরি  l
কিছু কান্না; কান্নাই হয়, কিছু দামি মোতি !
ভাবলে ভালো, ভাবনা টানে- নাহলেই ভীমরতি l
হাসির খোরাক ক্ষণিক ভোলায় সুখের হাসি কই ?
বড়োর মাথায় চড়তে নিচ্ছ স্বার্থপরের মই !
আত্মা বেচে অর্থ আসে- বিবেক নামেই থাকে না
ভাই ভাইকে ছুরি মারে, দেশতো দূরের ভাবনা !
একটা পেটের বাসনা বিশাল, হাজার পেটে লাথি !
পোড়া দেহ পুড়ে যাবে, হবে কর্মফল সাথী l
চরম শিক্ষা ওপারেই নেই, এপারেও কিছু আছে
মনছাড়া মানুষ গুলো কিভাবে যে বাঁচে !
এই অনুভব একান্ত নয়, অনন্তের-ই কথা
দৃষ্টি দিও চলার পথে, বুঝবে কোথায় ব্যথা l


অনির্বান শান্তারা