মনটা ভীষণ খারাপ, খুব মনখারাপ
ঠিক বলেছো -
যার মনটাই খারাপ, সে আর ভালো হবে কিভাবে !
সত্যি বলছি, আমি ভালো হওয়ার আপ্রাণ চেষ্টা করেছি
রাতকে দিন করেছি দিনকে রাত l
রাতগুলো আজও আলোর স্বপ্ন দেখে গোপনে, আর-
দিন নিজের জন্মকে অস্বীকার করে, আঁধার কালো বলে ......


কান্নাকে আমি ঘৃণা করি- তাই কাঁদি না
জল জমে বরফ হতে হতে
আজ হৃদয়- কঠোর; কঠিন, শীতল
বরফের শীতলতা ব্যথা দূর করে l


আমার আর ব্যথা লাগে না
জীবনের ভাঙা-গড়ার খেলায় নিজেকে এন্তার ভেঙেছি
ভাঙতে ভাঙতে তবুও প্রাণের, মনের -
কোনো মৌলিক একক পেলাম না !


যৌগিক সত্ত্বারা সান্ত্বনা দেয়
দেয় দুহাত ভরে ভর্তুকির ভালোবাসা


তবু আমি আর ভালোবাসি না
মনখারাপের শীতল মাটিতে ভালো বাসা আর হবে না
হবেনা প্রণয়ের প্রতীক্ষায় আক্ষেপ !
সীমাবদ্ধ সময়ে অসীমের ইচ্ছা থাক বন্ধ
বন্ধ হোক অভাবের মিছিল
আসলে অভিযোগ আত্মদর্শন বিমুখ করে
তাই আমি অভিযোগ করি না ....