কি হবে কলম দিয়ে কবি !
কাব্য ফোটাবে ফুল, চাল চাই ! চাল !
চালবাজদের চালাকিতে কত অসহায়
আর্তনাদ করে  
ভাতের নীরব দাবি গোপনে কাঁদে ....


কি হবে কলম দিয়ে কবি !
ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার
প্রতিবাদের প্রহর আজ
বাক্যের বারুদে জ্বলবে কি অনির্বান আগুন !
শয়তানের দুর্গে বোমা মারতে না পারো
একটা পাথর ছোঁড়ো- জাগ্রত সাহসের
দাঁড়াও মানববন্ধনের বজ্র বন্ধনে l


আজ কি হবে কলম দিয়ে কবি !
কান্নার কল্পনায় আঁকা আল্পনা দেখবে কে ?
হতভাগ্যরা আজন্ম অন্ধ কাব্যে
শিক্ষার আলো পড়েনি পোড়া পেটের
বাধায়
যদি দিতে চাও -
সোহাগের সান্ত্বনা দিও সামনে দাঁড়িয়ে, একবার .....


আর কি হবে কলম দিয়ে কবি !
অসম লড়াইয়ে শহীদ হয়েছে শত
নামহীন আত্মারা ডাকে চেতনায়
অক্ষরের- অক্ষয় উপহার থাক, থাক-
হৃদয়ের অনন্ত শুভকামনা
সন্তানহারার হাত যদি ধরতে পারো
এসো, দুঃখীর দোরে- স্বাগতম !স্বাগতম .........


অনির্বান শান্তারা