কিছু নেই তাই, সব কিছু আছে -
যোগ্য হলেই জিতবে !
খুঁত ধরা ছেড়ে নিখুঁত হলেই
নির্ভাবনায় বাঁচবে !!


**************************


অভিযোগের আঙ্গুল তুললে
আত্ম-দর্শন ভুলবে !
অনুরাগ গুলো অভিমান হয়ে
রাগ দেখিয়েই ফুলবে !!


***************************


মিথ্যার কারণে সত্যের দাম
কঠোর শ্রমের মূল্য-ই ঘাম
বিশ্বে চিরকাল-ই  থাকবে
তবু মনকে মন্দ ডাকবে !


*************************


যার কান্না সেই জানে
এই বৃষ্টির কি মানে !
মরুর মাঝে ঝরলো, নাকি -
ঝরলো পাকা ধানে !!


***************************


ভালোবাসা চির একচক্ষু
বিচ্ছেদে তাই অন্ধ !
দুই চোখে হয় সমদর্শন
মিথ্যা মনরাখা বন্ধ  !!


***************************


বন্ধন ছিল, সব ভালো ছিল
আজ সবটাই ভুল !
মুক্তি এলো, পথ ভাগ হলো
ডুবুক তোমার কুল !!


**************************


তোমার সুরে সুর মেলেনি
সে সত্যি সুর কানা !
চালবাজি করে চাটুকার গায়
উপহার দিও সোনা !!