আদিম যুগের আদিকাল থেকে
এই সভ্য যুগের বুকে !
মরুভুমি বন পাহাড়ে সাগরে
তোমাকে খুঁজেছে লোকে !!


হৃদয়ে তোমার কlহিনী হাজার
কত বিস্মৃতি ভরা স্মৃতি !
আলো আঁধারের ঝড় বাদলের
চিরদ্বন্দ্ব মেশানো গীতি !!


বন্য কাঙাল সামান্য রাখাল
কত মুগ্ধ রাজা-প্রজা !
মানবী তোমার মোহিনী মায়ায়
আজোতো স্বপ্নে সাজা !!


পাওয়া না পাওয়ার পরম্পরা
সময়ের সুরে বাঁধা !
কুয়াশার পথ আলো ঝলমল
হৃদয়ে গভীর ধাঁধা !!