এখানে সময়ের সফেন স্রোতে
জীবনের বীজ ফোটে,
নীরব স্তব্দতা কেটে -
কথা জোটে; একাকী বন্ধুর পথে !


এখানে যুদ্ধ হয়; ক্ষুধার কারণে নয়,
প্রাণের হানাহানি; অন্ধ লোভে,
তাই- প্রধন ক্ষেত্র কাঁদে ক্ষোভে
সত্য-মিথ্যার রণে জন্মায় নশ্বর জয় l


এখানে প্রেম ভাসে শুদ্ধ নির্মল রূপ
সুর জাগে; জাগে মুগ্ধ হাসি
খুশি খেয়ালে মনে বাজে বাঁশি
এখানে স্বর্গ-নরক আছে দু'য়ের-ই স্বরূপ l


এখানে কষ্টের কাঁটা ফলে, শান্তির সুন্দর ফুলে !
পাখি ডাকে; গায় গান সুমধুর
মায়াবী মায়ারা বড় সুচতুর
তবুও এখানেই আসা বারবার নতুন আশায় ভুলে l