তুইতো আমার দারুন প্রেমের; দুষ্টু নায়িকা
মেঘলা হাসি রোদের রাশি; বৃষ্টি বালিকা !
অভিমানের অনল জ্বলে -
অভিযোগের জোয়ার জলে !
ভাবুক মনে ভেবেই মরি, জিন্দা থেকেও লাশ !
মন রাখতে কি যে রাখি- প্রণয় পথের ঘাস !
চোখের কালি কাজল লাগে
প্রাণ পুড়িয়ে রাঙাই রাগে,
তোর সুরেতে সুর মিলিয়ে- একসুরে গাই গান
তবুও আমায় পাষান বলিস, বন্ধ রাখি কান !
ওই- অনুরাগের অনু রাগে'রা
বুকের বাগে হাঁকে বাঘে'রা-
মিষ্টি মেয়ের স্পষ্ট বাণী; সব কি সত্যি ফাঁকি !
কষ্ট হলেও কেষ্ট পাবো, তাইতো ভাবে আঁকি !
মাঝে মাঝে মনকে বলি-
তুই চলিস; না আমিই চলি,
ভালোবাসার ভালো-আশার; ভালো-মন্দ খাঁটি
মনের সাথে মরমী এ'মন; মনে মনেই হাঁটি !
আসল হিসেবে বোঝাপড়া;
প্রাণ পাত্রে থাক না ধরা,
এমন ভাবেই ভাব-অভাবে, কাটুক জীবন বেলা !
আবার যদি জন্মে আসি, সঙ্গে থাকিস বালা !!


অনির্বান শান্তারা