একটা মানুষ খুঁজেছো তুমি, আজীবন-
স্বপ্নের পৃথিবী আজ তোলপাড় !
হাত-পা থাকবে; মাথা থাকবে, বুক থাকবে !
সবই ছিল, মন ছাড়া ...


ঘরে ফেরা আর হলো না, ঘর বাঁধা-ও !
আসলে বাঁধতে চাইলেই কি বাঁধা যায় ?
ভালোলাগা তো গ্রীষ্মের স্নিগ্ধ সন্ধ্যা, শীতের
মিঠে রোদ্দুর
জীবনে- সঠিক সময়ের-ই চিরন্তন অভাব !
আজও অভাবী আত্মা কাঁদে, ভুল হয়েছে ভেবে
ভ্রান্তির জন্মকথা ইতিহাস হয়ে হাসে নীরবে,
হয়তো বা বিদ্রুপ করে গোপনে ...


ঘরে ফেরা সময়ের টানে, নিখোঁজ  আলোরা -
দীপ হয়ে ফিরে আসে অঙ্গীকারে l
তবুও, পাশাপাশি আমাদের ছায়ারা -
খুঁজে নেয় দেয়ালের কালো ...


জানি; জানি আমি, আমাদের পথের
পরিধি, পারাবার পার করে -
মিশেছে মায়াবী মিথ্যার উলঙ্গ জঙ্গলে, উল্লাসে- অন্ধ হয়ে অনিমেষ !
তাই বুদ্ধিজীবীর ভিড়ে বাজার ভরা ...


তোমার অকাল বসন্তের উৎসবে ডেকো না আমায়
কখনো একবারও,
এক আকাশের নিচে- আমি আর তন্দ্রা
রাত্রির সাথে লুকোচুরি খেলি খেয়ালে
তারাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে যাবো
তোমার উঠোনে, মানুষের মৃতদেহ দুর্গন্ধ ছড়ায়
কাজ ফেলে যাওয়ার সময় ...


অনির্বান শান্তারা