সোনা আছে; অনেক টাকা আছে,
তুমিতো গহনা বানাতেই পারো !
যে দুঃখী ফুল কুড়িয়ে মালা গাঁথলো
হয়তো পার্থিব মূল্য সে পাবে না l
কিন্তু অনন্তের চিরন্তন ধনে সেও
মহামূল্যবান, একদিন -
সময় তার দানের মহিমা গাইবে ...


দুফোঁটা চোখের জল গোপন করে,
যারা হেসে কুয়াশার বেড়া ভেঙে সুখের সূর্য আনে,
হয়তো তুমি ভুলবে তাদের কথা অবহেলায়, কিন্তু -
সেই সদানন্দ প্রাণকে প্রণাম জানায় সূর্য
প্রত্যেক নতুন প্রভাতে ...


মুখবুজে মুখচোরারা; আড়াল করে মন চুরি করা মনের ছুরির আঘাত !
তবু অন্যের প্রেমের সাফল্যে উল্লাস করে পাথর সরিয়ে বুকের  
জানি জানবে না কাকপক্ষী, শুধু -
প্রকৃতির পরম প্রেমে তারা থাকবে অমর অনেক প্রাণের চেতনায় ...


প্রতিদানের প্রত্যাশা ছাড়া, যেই মূর্খসত্ত্বারা আত্মহুতি দিলো
হিসাবের খাতায় তারা হঠকারিতার নমুনা !
অথচ তাদের মালা জপ করে আজও
আঁধারে নক্ষত্ররা দূর মহাকাশে নীহারিকায় ...


তারা কেউ নয় দেনা-পাওনার
সমাজে, সংসারে- হয়তোবা বাড়তি বোঝা !
তবু শিশিরের ফুলের আকাশ-বাতাসের ঝর্ণার কাছে শুনি; চেতনার সুরে -
কত অজানা নাম যারা মানুষের একান্ত আপন, তবু চিনি না আমরা ...


অনির্বান শান্তারা