সুখী জীবনের স্বপ্ন আরও সুখ..
আরো সম্মৃদ্ধি -
চার চাঁদ উঠুক জেগে চাহিদার অনন্ত আকাশে ...
দুঃখীর দোরে রোজ কড়া নাড়ে আতঙ্ক
চোখের জলে পা ধুইয়ে, ঘরে তুলতে
হয় বেদনা কে, অনেক-টা অতিথীর মতো ...
যদিও সে রোজকার মেহেমান
কান্নাতে হয় কাঙালির সৎকার !


চিরদিন- দিনের সাথে দিন জুড়ে দিনক্ষয়, হয়তো বা দিনগত পাপক্ষয় !
প্রবল ঝড়ে; হতাশার অন্ধকারে; পথ-হারানো নাবিকের দিশার মতো কিছু আশার আকাঙ্খা
দ্রুবতারা হয়ে জ্বলে দূরে...বহু দূরে !
এগুলোই জীবনের জীবন্ত প্রেরণা ...


কখনো তার হাত ধরে হয় জীবনের চূড়ান্ত উত্তরণ দুর্ভাগ্য বা সৌভাগ্যের
পথে প্রত্যেক প্রাণের -
স্বর্গের বা নরকের দিকে ব্যত্যয় পূর্ণতা বোধে ...