সবাই যেমন ভাবে, আমিও অনেক ভেবেছি -
হায়রে কপাল ভাবাই শুধু সার !
কবে আর আঁধারের দরকারে সূর্য ওঠে মনের মতো-
তোমার আমার বিশ্বাসের !


ভেবেছো মেঘ কাটুক মনের
কিন্তু অকাল বর্ষা ভাসিয়ে গেলো পড়ন্ত বেলায় ...


আসলে চাওয়া পাওয়ার চিরন্তন দ্বন্দ্ব
স্বরূপ পাল্টায় সত্ত্বা বদলেই
বদলায় না শুধু হাহাকার, আকাঙ্খার !
আজ মনে নেই; কবে কোন পথের বাঁকে
স্বপ্ন বলে ছিল- "আমাকে ভালোবেসো-
আমিই ভরিয়ে রাখবো জীবন !"
মৃত স্বপ্নের মায়াবী মায়ায় হৃদয় আজ-
ধর্মশালা, কেবল নিজেই অবিশ্বাসের -
মাটিতে খাটিয়া পাতি ইচ্ছে ছাড়া !


বহুগামী সময়; দাঁত বের করে হাসে-
অসময়ের অসহ্য উল্লাসে !
আমি আবার ভাবি -
গন্তব্য হোক শান্তির দেশে l
জীবন; অনিচ্ছাতেও এগিয়ে চলে আগামীতে ...