দূরেই যখন যাবি, কেনই বা আসিস
ঘুম ভাঙাতে, সকালবেলাতে?


বেশ তো ঘুমের দেশে,ছোট্টো বিছানাতে
স্বপ্নের সাথে ঘর বেঁধে সুখেই ছিলাম।
হঠাৎ করে সব কিছু বাস্তব করে এসেছিলিস্।


চোখের পাতায় নরম হাতের আলতো ছোঁয়া,
কপালে তোর আদর করা রঙিন চুমু আঁকা,
মুখের পাশে কালো চুলের মুষলধারায় বৃষ্টি,
এসব কেন করেছিস্? কেনই বা ঘুম ভাঙিয়েছিস্?


কথা ছিল সন্ধ্যার পর পালাবো দুজন একসাথে,
স্পর্শ করব দিগন্তরেখা-পাগলা ঘোড়ার মত ছুটতে ছুটতে,
কিন্তু এখনও তো আকাশসমুদ্রে সন্ধ্যাজোয়ার নামেনি।
সবে তো গলাভর্তি জলে দুপুরের হাবুডুবু,
বিকালের আবিরগোলা জলের রঙে এখনও
আমাদের হোলি খেলে ভূত সাজা যে হ​য়নি।


তবে কি প​ড়ন্ত দুপুরেই আবার ঘুমিয়ে প​ড়ব?
স্বপ্ন দেখেই আমি সারাটা বিকাল কাটিয়ে দেব?


জানিস তো...
স্বপ্নের মধ্যেই নিজেকে নিজে রঙ মাখাবো,
বালিশে তোর নাম লিখে ঠোঁট বসাবো,
বা-হাতকে খুব জোরে চেপে রাখব ডান তালু দিয়ে,
পর্দা সরিয়ে বাতাসের সাথে পাব তোর ভীতু নিঃশ্বাস,
সেই পার্ফিউমটা গায়ে মেখে শুকবো তোর শরীরের গন্ধ।
এই ভাবেই তোকে কাছে পেয়ে মাতাল হ​য়ে যাব তখন
যখন তুই অন্যের সাথে বসন্তের দোল উৎযাপন করবি।


আমি আবার ঘুমিয়ে প​ড়ব আগের মতই,
আর যেন আসিস না কাছে ঘুম ভাঙাতে,
এলেই তো পালিয়ে যাবি,কথা না রেখে।
দূরেই যখন যাবি, কেনই বা আসিস
ঘুম ভাঙাতে, সকালবেলাতে ?