বেরোলাম স্বাধীন হতে
যদি কোথাও যাই পেয়ে
সেই আশায় ঘুরে বেড়াই
ঝোলা কাঁধে হাঁটা লাগাই
পেয়ে গেলে আসব ফিরে
আনব স্বাধীনতা ব্যাগ ভরে।


তখন চৈতন্যদেব হয়ে উঠব এ যুগে
সকলের অধিকার বিলি করব অকাতরে
বিলি হবে গরীবদুঃখী ভিক্ষুর মাঝে
পৌঁছে যাবে সোমনাথ মানবীর কাছে
সঙ্গী হবে মধ্যরাত্রির ভীতু মেয়েটার
বাঁচার স্বাদ দেবে জঙ্গলের মানুষটার।


কিন্তু খুঁজি কোথায়? কোথায়???
যাই যেথায় পরাধীন সেথায়
তাই বুঝলাম আমি ঘুরে ঘুরে
নিজের অধিকার নাও কেঁড়ে
পরাধীনতা সবাই পারে দিতে
নিতে হবে ছিনিয়ে স্বাধীনতা পেতে।।