কাছে নেই, তবুও তোমায় বলি
দূরে থেকেও ভালোবাসি
তুমিও কি আমার মতো তোমায় ভেবে,
উঁকি না মারা চাঁদের অন্ধকারপূর্ণ বাতাসকে জড়িয়ে ধরো?
তুমিও কি আমার মতো তোমায় ভেবে,
রাতে না বলা মৃত শব্দে ভরা চলভাসকে জড়িয়ে ধরো?
তুমিও কি আমার মতো তোমায় ভেবে,
না ছুঁতে পারা ঠোঁটের মরা নোনতাময় বালিশকে জড়িয়ে ধরো?
তুমিও কি আমার মতো তোমায় ভেবে,
ঘ্রাণ না পাওয়া শ্যাম্পুমাখা সুগন্ধীহীন
উলের চাদরকে জড়িয়ে ধরো?
তুমিও কি আমার মতো তোমায় ভেবে,
ঠাঁই না পাওয়া স্বর্গের কোনো ভেঙে যাওয়া কাঁচে আমায় দেখে জড়িয়ে ধরো?