রাত্রি শান্ত হলে ক্রমে
ব্যাথা চেপে, ক্ষত চেপে যখন শুয়ে পড়ে মানুষ,
আমার গলায়
রাত ঘনিয়ে পাথর হয়।


ভেবেছিলাম, যিশুর মত,
প্রভু যিশুর মত হাজার ব্যাথা,
হাজার ক্ষত শুষে একদিন মাটিতে মিশে যাব।


যে ক্ষত পুষেছি এতদিন
এতদিন ধরে, আজ তাকে ছুঁয়ে দিলে--
আমার যিশু হবার সাধ
ঘুচে গেল জন্মের মতো।