"ভাবিয়া দেখুন হে নরেশ্বর, ভূপতি, কর্ণধার,
যুদ্ধ তবে কাহার সহিত? কোন ক্ষণে? কতবার?
আপনারে রাখি পশ্চাতে কেন শত্রু খোঁজেন হায়?
যে তীর ছুটিছে অঙ্কুশ ছাড়ি, সে তীর বিঁধে কোথায়?
বিচলিত ক্ষণ, শঙ্কিত মন, রণে কি করিয়া বসে?
চাহিয়া দেখুন, চারিদিকে অপমৃত্যুর দল হাসে।
এই রাজধানী তিলে তিলে রাজা আপনার হাতে গড়া;
আজ সঙ্কটে, ছলে বা কপটে বিবেক পড়িছে ধরা!
অহেতু গরবে মানস অর্ণবে শিহরে উঠিছে ঢেউ,
এখনি আড়ালে প্রমাণের কালে নিগড়ে বাঁধিছে কেউ!
যদুকুলপতি জিষ্ণুর মন যেরূপে করে নিবদ্ধ,
আমি প্রজা আজ প্রণতি করিনু, সত্য হোক উপলব্ধ।"


সামন্তের ঐ হাহাকার শুনি মোর হিয়ে উঠে কাঁপি,
নাহি পারিতেছি রণে ঝাঁপাইতে, নাহি চাহিতেছি মাফি।
"রণাঙ্গনের সব লহুকণা পলে পলে মোরে কহিবে-
যত নাশ তুমি করিয়াছ নাথ, তত ব্যথা তুমি সহিবে।"