--------------------------------
কেমনে  লিখি ছড়া -- গিন্নী ভীষণ কড়া
       খানিক বাদেই আমায় ওগো
          "শুনছো" বলেই ডাকে,
পোলা মাইয়া পাশে -- হাসে নয়তো কাশে
          সকল কিছু সামলে তবেই
            লিখছি  ফাঁকে ফাঁকে।


ছড়ায় আমার নেশা -- কিচ্ছুতে নই ঘেঁষা
          সব বিষয়ে লিখতে জানি
            নেই না কিছুই  মনে,
প্রজাপতির  মতো -- উড়ছি  ফুলে  শত
       তাই বুঝি আজ আমার লেখা
            পড়ছে জনে জনে।


বউকে বলি শোনো -- কয়েকটা দিন গোনো
          কত্তো বইয়ে ছাপবে দেখো
             লিখছি  যতো  ছড়া,
ডুবলে ছড়ার মাঝে -- ছন্দে ভাঁজে ভাঁজে
        সেই ছড়াটার দাম যে অনেক
             বাজার  ভীষণ চড়া।


লিখছি আমি বেশ -- শুরু থেকেই শেষ
          দিচ্ছি কতো ছড়ার মাঝে
            হরেক রকম ডোজ,
মনের  মাঝে শুধু -- যাদের  মরু ধুঁ ধুঁ
        আমার লেখা পড়লে পাবে
           আসল ছড়ার খোঁজ।


            ২২/০৯/২০ ইং
         সিটি প্লাজা, যশোর।