আমরা মানুষ শ্রেষ্ঠ জাতি
হয়নি সেটা রাতারাতি
স্রষ্টা দিছেন সবি,
                অনেক  গুনের জন্য পাওয়া
                তোমার আমার জীবন জুড়ে
                আঁকা যাহার ছবি।


মানুষ ছাড়া আর যতো সব
জগৎজুড়ে আর কতো সব
প্রাণী বেড়ায় ঘুরে,
                মানুষ জাতির জন্য এ সব
                পাঠিয়েছেন যেজন তাকে
                ভেবো না কেউ দূরে।


তাঁর দেখানো সঠিক পথে
চলতে হবে দিবা - রাতে,
ঝরিয়ে গায়ের ঘাম,
                সৃষ্টি সুখের উল্লাসে তাই
                দৃষ্টি মেলো সামনে পিছে
                বোঝো তোমার দাম।


মিথ্যাটাকে বন্ধ রেখে
সত্য ন্যায়ের গন্ধ মেখে
এগিয়ে যাও যদি,
                 বলবে কথা সময় সেদিন
                 শেষ হবে সব কষ্ট-ক্লেশ
                 বইবে সুখের নদী।