------------------------------
সবার মাঝে ছড়িয়ে গেল 'ঈদ মোবারক'-
         ধুম পড়েছে শহর গাঁয়ে
         ঘুম ছেড়েছে বাবা মায়ে
কেউবা খোঁজে দানের টাকায় খুশির খোরাক!


শুনেছিলাম খুশির দিনে কাঁদতে মানা-
        তবুও দেখি পথের ধারে
         অশ্রু ঝরায় চুপিসারে
নীরব ব্যথায় চোখ মুছে যায় কত্তজনা!


ব্যস্ত সময় কাটলো কারো সপ্তাহ জুড়ে-
        বন্ধু স্বজন দাওয়াত দিয়ে
        দিন কেটেছে বাসায় গিয়ে
কেউ কেঁদেছে হাসপাতালে কাঁথায় মুড়ে!


শুনেছিলাম নেই ব্যবধান এমন দিনে-
        ধনী গরীব সবাই মিলে
       মিশে যাবে দারাজ দিলে
তবুও দেখি কাঁদছে টোকাই বন্ধু বিনে!


ব্যবধানের এই জামানা বড়ই পাষান
      লোক দেখানো সকল কিছু
       ছাড়ছেনা এই স্বভাব পিছু
এই দিনেও ঘাম ঝরালো মজুর কিষাণ!


সারা বছর বীজ বুনে যাই হিংসা দ্বেষ
        ব্যবধানের এটাই কারণ
       বড্ড আজব জীবনধারণ
তাই তো ঈদের এক দিনে তা হয়না শেষ।