.
( বিবাহিত বন্ধুদের জন্য )
  
    'ফুলের মতো বৌ"
  ------------------
প্রজাপতির  ডানায় তুমি
ভর করেছো যেই,
একটু একটু করে তোমায়
কাছে পেলাম সেই।


তোমার কাছে রাখছি জমা
হাজার ফুলের ঘ্রাণ,
আমার সকল কাজের মাঝে
তুমি যোগাও প্রাণ।


অনেকটা পথ হেঁটে যখন
ক্লান্ত শরীর মন,
তোমার ডানায় নাও যে তুলে
আমার প্রিয়জন।


ঠিক না বেঠিক তুমিই বলো
সত্যি করে আজ,
তোমার প্রেমের রঙ মাখলেই
দারুন দেখায় সাজ।


তোমার মনের উঠোন থেকে
পান করেছি মৌ,
তুমি আমার  সদ্য  ফোটা
ফুলের মতো বৌ।
----------------------------


  
"মন কেড়ে নেয় নিক"
-------------------------


ঝিমিয়ে পড়া দুপুর বেলা
বেলকনিতে চুপ,
দাঁড়িয়ে দেখি রোদের মাঝে
বৃষ্টি টাপুর টুপ।


ভর দুপুরের এই বরষায়
তোমায় দিতে চুম,
সাধ জেগেছে আমার মনে
তাই ছেড়েছি ঘুম।


ইচ্ছে ডানা মিলিয়ে তোমার
সাজাও সুখের বন,
লাজুক লতায় জড়িয়ে রেখে
ভরাও আমার মন।


দু'চোখ ভরে দেখবো তোমায়
বাঁধবো আশায় ঘর,
এই বরষায় তোমায় পেলেই
ভিজবে বুকের চর।


ঝাপসা চোখে তাকিয়ে থাকি
তোমার পথের দিক,
মেঘ না চাইতে বৃষ্টি আসুক
মন কেড়ে নেয় নিক।