---------------------------------
এক দেশে ছদ্মবেশে  আছে এক রাজা
প্রজাদের কাছে যার নেই কোনো দাম,
চামচারা  সব  তার  খায়  মদ  গাঁজা
ভিতরে  হিংসা  ভরা  মুখে  রাম  নাম।


মিথ্যার বেসাতি সাজায় ক্ষমতার লোভে
একলা নীতিতে  চলে  তার যতো কাজ,
সত্যকে  মিথ্যা বানায় পিছনের  ক্ষোভে
আমরণ  রাখবে মাথায়  ক্ষমতার তাজ!


প্রজাগুলো তার কাছে পুতুলের  মতো
প্রতিবাদ  প্রতিরোধে  চালায় সে গুলি,
সামনে যা পায় সে  যে মারে অবিরত
রাজ্যটা  বিকিয়ে পাতে  ভিক্ষার  ঝুলি।


পারবে কি সে  আবার উঠে  দাঁড়াবার?
প্রজাদের  পিঠটা  যদি  ঠেকে দেয়ালে,
সামনে  এগিয়ে তারা  গেছে  বার বার
বোকা সে  রাজার সেটা নেই  খেয়ালে!