রাসুলের তরে যদি কাঁদে মনপ্রাণ
ভাসিয়ে নয়ন দুটি শোকের জলে,
পোড়ায় দহনে যদি তার অপমান
বুঝে নিবে হয়েছে তা ঈমান বলে।


আর যদি অপমান মেনে নেয় মন
যদি দিন পার করো কূটকৌশলে,
গর্জনে বর্জনে  না বেরোলে  ভাষা
বুঝে নিবে ঈমানটা গিয়েছে চলে।