.   আমরা ভাবি জীবন বুঝি
      অনেক কিছুই পাওয়া,
   জীবন সেতো সাত সাগরে
       ভাঙ্গা তরী বাওয়া।


    জীবন মানে নয় কখনো
      খুব বেশি দূর যাওয়া,
  জীবন সেতো শেষ বিকেলে
      একটু দক্ষিণ হাওয়া।


   বাড়ছে বয়স যাচ্ছে সময়
     কমছে চোখের জ্যোতি,
   চুলগুলো সব হচ্ছে সাদা
      কমছে চলার গতি।


    এমনি করে দিন চলে যায়
       কেউ রাখি না খোঁজ,
    মরন তোমায় হাত বাড়িয়ে
       ডাক দিয়ে যায় রোজ।


    ঢের নিয়ামত জীবন জুড়ে
        কেমনে দিবে শোধ,
   থাকতে তোমার খাঁচায় পাখি
       জাগাও জীবন বোধ।