----------------------------------
এখন এই সমাজটা চলে  যার দাপটে,
'ক্ষমতা' নাম তার দেখি সদা রিপোর্টে।
ভোগে আর বিলাসে 'ক্ষমতা'র মসনদ,
হাসি আর তামাশায় হুল্লোড় গাঁজা মদ!


কারো মাঝে নেই আজ ঐক্যের গন্ধ,
রাত দিন লেগে থাকে ক্ষমতার দ্বন্দ্ব।
রাজা আর  প্রজায় তফাতটা 'ক্ষমতা',
সাপোর্ট হীন দাপটে মাজলুম জনতা।


দুর্বলের আগাগোড়াই সবলের ধাক্কা,
রিকশাকে পিষে  দেয় ট্রাকের চাক্কা!
চুনোপুঁটি  গিলে খায় রাক্ষুসে মাছটা,
বস্ এলে থেমে যায় চলমান কাজটা।


কারো কাছে জনতাই ক্ষমতার উৎস,
মুসিবতে পড়ে গেলে চেহারা বিভৎস।
সব আশা ভালোবাসা 'ক্ষমতা'য় পন্ড,
কালে কালে সাধারণে সয়ে যায় দন্ড।


'ক্ষমতা'র দেখা মেলে ভোট দেয়া বন্ধে,
কখনো বা গোলা আর বারুদের  গন্ধে।
কারো একা ক্ষমতা'য় কাঁপে সারা বিশ্ব,
ভাব সাবে তার কাছে বাকি সব  নিঃস্ব!


আচমকা  একদিন  বাজে  শেষ  ঘন্টা,
'ক্ষমতা'রা  অসহায় ফুরোলেই  দমটা।