ও মাঝি ভাই আমায় একটু
নাওনা তোমার নায়,
ওপার আমার স্বজন , সুজন
আরও থাকেন মায়।


স্বজন সুজন যে যাই থাকুক
"মা" ই আসল টান,
তার কোলেতে মাথা রেখেই
জুড়াবো এই প্রাণ।


মায়ের কাছে ফেরার সময়
পথ যে ফুরোয় না,
একটু দেরি হলেই বুকে
বাড়ায় যন্ত্রণা।


"মা" যে আমার পথের পানে
অধীর হয়ে রয়,
নাওয়া খাওয়া হয়নি খোকার
মনেতে সংশয়!


ও মাঝি ভাই ব্যস্ত আমায়
পার করে দাওনা,
জলদি তোমায় মিটিয়ে দেব
যা হবে পাওনা।