(অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের ভাইয়েরা সময়ে সময়ে আমার কাছে কিছু পরামর্শ ও দিকনির্দেশনা চেয়ে থাকেন। আজকে ছড়ায় ছন্দে তাদের কে দু'একটি পরামর্শ দেওয়ার চেষ্টা করছি)
>.<>.<>.<>.<>.<>.<>.<>.<>.<>.<>.<>.<


অনেক ভালবাসতে হবে--সবার কাছে আসতে হবে
            সবার  সুখে হাসতে  হবে
                  তবেই হবে সব,


গর্ব দু'পায় পিষতে হবে--সবার সাথে মিশতে হবে
              আপন করে নিতেই হবে
                 বলেই দিছেন রব।


মিষ্টি কথার বৃষ্টি হবে--সাম্যবাদী  দৃষ্টি   হবে
               নতুন  কিছু সৃষ্টি  হবে
                 ভুলতে হবে দুখ,


জ্ঞানের কিছু খরচা হবে--মনের আকাশ ফর্সা হবে
               রবের উপর ভরসা হবে
                  তবেই হবে সুখ।


বিশ্বাসে ঘর বাঁধতে হবে--আড়ালে চোখ মুছতে হবে
                 অল্পতে মন তুষ্ট হবে                
                   শক্ত  হবে  দিল্,


চলতে ভীষণ কষ্ট হবে--নীতিতে  না ভ্রষ্ট  হবে
             তবেই জীবন রঙিন হবে
              করবে যে ঝিলমিল।


বাতি  হয়ে জ্বলতে  হবে--মোমের মতো গলতে হবে
              হিংসা ছেড়ে চলতে হবে
                তাতেই ফিরবে দিন,


স্বার্থ  সঁপে  দিলেই  তবে--মানব সেবা পেলেই সবে
               দূরের মানুষ আপণ  হবে
                 শোধ হবে সে ঋণ।
>.<>.<>.<>.<>.<>.<>.<>.<>.<>.<>.<>.<