(ইসলামী সংগীতের আদলে একটা কবিতা লেখার চেষ্টা)


আল্লাহর পথে চলে
কুরানের কথা বলে
দ্বীনকে রেখেছে যারা আজও অমলিন,
সে পথের  যোদ্ধারা-
বিবেকের বোধ দ্বারা
ফিরে এসে শোধ দিবে যতো সেই ঋণ।


বিভেদের যাঁতাকলে
দুনিয়ার মায়া ফেলে
সত্যের  রঙে  তারা  হবে যে  রঙিন,
সব  পাখি  অবশেষে
নিজেদের নীড়ে এসে
মিশে হবে  একাকার  সবে এক দিন।


মু'মিনের  যতো ভাষা
সব আশা ভালোবাসা
কোনো  কালে  হবে না তা একটু বিলীন,
বিজয়ের  আহ্বানে
মুক্তির   জয়োগানে
চৌদিকে সুর  তুলে  কাঁপাবে জমিন।।