মিষ্টি রোদের ঝিলিক মেখে
ধানগুলো সব যাচ্ছে পেকে
     চাষার মুখে হাসি,
ক'দিন বাদেই কাস্তে নিয়ে
কাটবে সে ধান মাঠে গিয়ে
     বাঁধবে রাশি রাশি।


হেমন্তের এই শান্ত সাজে
ফুটবে হাসি সবার মাঝে
     নতুন পরিবেশে,
রাতদুপুরে ঢেঁকিতে ধান
ঐকতানে নবান্নের গান
  গাইবে হেসে হেসে।


নতুন  ধানে ভরবে গোলা
মনের মাঝে খুশির  দোলা
    কাড়বে সবার ঘুম,
আমন ধানের মিষ্টি ঘ্রাণে
সুর ছড়াবে সবার প্রাণে
   চলবে পিঠার ধুম।