প্রিয় স্বাধীনতা,
এই কি ছিল আমার সাথে
তোমার দেয়া কথা?
চাপিয়ে দেয়া রেওয়াজ নিয়ে
ঘুরবো যথা তথা।


          প্রিয় স্বাধীনতা,
          এই কি ছিল আমার কাছে
          তোমার লেখা বাণী?
          ভিন দেশীয় নগ্নতাকে
          করবে আজ আমদানী।


প্রিয় স্বাধীনতা,
এই কি ছিল তোমার কাছে
আমার পাবার আশা?
নষ্টামিতে ভরিয়ে দিবে
নেতার মুখের ভাষা।


       প্রিয় স্বাধীনতা,
       এই কি ছিল তোমার কাছে
       বাবার লেখা চিঠি?
      ছেলের কথা ভেবে ভেবে
       ফুলবে মায়ের দিঠি।


প্রিয় স্বাধীনতা,
এই কি ছিল তোমার কাছে
জাতির প্রার্থনা?
মাতাল বেশে, সোনার ছেলের
চলবে আনাগোনা।


       প্রিয় স্বাধীনতা,
       এই কি ছিল তোমার সনে
       আমার তোলা ছবি?
       লজ্জা পেয়ে সুবোধ খোকা
       গুলিয়ে ফেলে সব-ই।


প্রিয় স্বাধীনতা,
আমার কাছে তোমার দেয়া
এই যদি হয় কথা,
আর কখনো তোমায় নিয়ে
ভাববে না কেউ বৃথা।


(রেওয়াজ=সংস্কৃতি, রীতিনীতি, মতাদর্শ      
দিঠি= দু'নয়ন বা চক্ষুদ্বয়)