আমার এই মন কাঁদে সারাক্ষণ
কাঁধে নিয়ে দায়ভার,
ফেলে আসা দিন পৃথিবীর  ঋণ
খুঁজে ফিরি বার বার।


আমার এই সুর দূর বহুদূর
মিশে গান কবিতায়,
জানি অকারণ তবু পোড়ে মন
মায়া আর মমতায়।


আমার এই বুক বয়ে সুখ দুখ
শুধু ভারী হয়ে ওঠে
নদী হয়ে ছোটা তবু এক ফোঁটা
নেই পানি এই ঠোঁটে।


কোনো এক ক্ষণে প্রকৃতির সনে
মিশে হবো একাকার,
অজস্র ভীড়ে  মায়াজাল ছিঁড়ে
শেষ হবে কারবার।