>.<>.<>.<>.<>.<>.<>.<


শীত মানে তো -
মজার  মজার  গল্প  বলা
ভোর সকালে পড়তে চলা
প্রিয়জন,
বিকেল বেলা চায়ের কাপে
লেপটে থাকা ঠোঁটের ছাপে
দু'টো মন।


শীত মানে তো-
দু'জন  মিলে একটি কাঁথা
তার তলে ঠিক দু'টো মাথা
খুব আপন,
এদিক সেদিক টানাটানি
ফিসফিসিয়ে কানাকানি
দু'ভাইবোন।


শীত মানে তো-
মাটির ভাঁড়ে খেজুর রসে
নল ডুবিয়ে  টানছি  বসে
মাঠের পরে,
মটরশুটি ,বাদাম ভাজা
টেংরাপুঁটি সবজি তাজা
বাটি ভরে।


শীত মানে তো-
পথ শিশু  আর বৃদ্ধ নারীর
খবর নেওয়া গরীব বাড়ির
শহর গাঁয়ে,
বিলিয়ে দেওয়া কাপড় গরম
কাঁপছে  যারা  ধুঁকছে  চরম
হিমেল বায়ে।
>.<>.<>.<>.<>.<>.<>.<