হে বিজয়!
আমি জানিনা তোমার আসল রূপটা কেমন।
আমার সমস্ত কর্মে, নিঃশ্বাসে ও বিশ্বাসে কেবল তোমার গন্ধটা পাই।
তোমার প্রত্যক্ষ সাক্ষাতের আশায় আমার  দিন কাটে, কাটে মাস,বছর এমন কি যুগও।
কিন্তু, আশার নদিতে ভাটা হবে না কখনো
তুমি নাইবা এলে--।
বিধাতার অমোঘ বাণী
"লা তাকনাতু মিররাহমাতিল্লাহ"কে ধারণ করে
একদিন ছিনিয়ে আনবই তোমাকে।
ঐ দেখো অদূরে বিজয়ের ঝাণ্ডা হাতে ভিড় জমেছে অজস্র জনতার-
তোমাকে উদ্ধারে উন্মুক্ত সমশেরে ছুটে চলেছে সহস্র ঈমান দিপ্ত দাস্তান।
তোমাকে জয় করতেই যুগে যুগে আসমুদ্র হিমাচল সাঁতার কেটেছে খালিদ,উমার,সালাদিন আর হাসানুল বান্না...।
শাপদসঙকুল পথ , লোহিত রক্ত ও অগ্নি সিন্ধু পাড়িয়ে সৈকতে পৌঁছতে বেশি বাকি নেই।
বিস্তীর্ণ জমিনে সহসাই শুরু হবে
নতুনের অনিবার্য চাষাবাদ,অতঃপর
তোমার তীরেই হবে-
খোলাফায়ে রাশেদার নব উত্থান.....!!