--------------------------------------------
প্রতিক্ষণে আকাশ বাতাস হচ্ছে ভীষণ ভারী,
নাও সাজিয়ে যুদ্ধ জাহাজ
যাবো সবাই ময়দানে আজ
ফিলিস্তিনের কান্না আমি সইতে না আর পারি।


আমার মায়ের দু'চোখ বেয়ে অশ্রু রাশি রাশি,
কোলের শিশু নিচ্ছে কেড়ে
হায়েনার দল আসছে তেড়ে
সব দেখেও সায় দিয়ে যায় মোড়ল বিশ্ববাসী।


আমার ভেতর যাচ্ছে পুড়ে জ্বলছে আগুন বুকে,
দখলদারের করবো খতম
ঝরিয়ে আমার তপ্ত জখম
ইসরাইলের সকল থাবা  দেবোই দেবো রুখে ।


গোলাবারুদ ছুড়ছে ছুড়ুক হাজার যুদ্ধ বিমান,
তাদের জন্য এবার জাগো
আয়েস ছেড়ে একটু রাগো
প্রমাণ করে দাও আমাদের প্রধান অস্ত্র ঈমান।


শোধ দেবো আজ আমার বোনের রক্তপাতের ঋণ,
ফিরিয়ে দেবো মায়ের হাসি
বাজিয়ে তবে  রণের বাঁশি
আওয়াজ তুলে সবাই বলি,- "সেভ দ্য ফিলিস্তিন" ।