পিতা মাতা ভাই বোন সব এখানে,
পাখির  কন্ঠে  গান  ভোর  বিহানে।


স্বপ্নের  ঘুড়ি   ওড়ে  এই   আকাশে,
আজানের সুর ভাসে ভোর বাতাসে।


মেঠো পথে শৈশব কেটেছে মায়ায়,
দিঘীজল  বুনোফল  বটের  ছায়ায়।


নাড়ি পুঁতে রাখা এই স্মৃতিময় গ্ৰাম,
অন্তরে  গাঁথা  তার  মধু মাখা নাম।


চোখ মেলে দেখি সেথা অবারিত নীল,
শতদলে  ভরে  যায় নদী  খাল  বিল।


ঘাসের ডগাতে জমে শীতল শিশির,
রাতভর পাখি  ডাকে  কিচিরমিচির।


ধনী আর গরীবের মাঝে কতো মিল
কৃষকের মেঠো সুরে ভরে যায় দিল্।


প্রকৃতির   মায়াভরা  অবারিত  সুর,
ফুল ফল  রঙ- রুপ কতো যে মধুর।


ভালোবাসা ভরা যেনো গাঁয়ের সবি,
শিল্পীরা তুলি  দিয়ে  আঁকে সে ছবি।


তার বুকে শুয়ে আছে কতো যে স্বজন,
স্মৃতিময়  সে গ্ৰামে আজও ছোটে মন।