ওরে মন তোকে তো একদিন হতে হবে লাশ,
কবরের ছাওনিতে থাকবে কাটা কাটা বাঁশ।
আর চারপাশে থাকবে অনেক মাটি,
শেষ বারেতে চড়াবে তোমায় চার বেহালার খাঁটি।
খাঁটির উপর উঠাবে যখন কান্নার রোল পড়বে তখন,
হয়ে যাবে বড় একা,ই্চ্ছে থাকলে ও পারবেনা করতে কারো সাথে দেখা।।
একটু পরে বাঁধা পড়বে ঐ কবর মাঝে,
ঐখানেত থাকতে হবে সকাল দুপুর সাঁজে।
অন্ধকার কবর মাঝে নাই যে কোন বাতি,
শত শত আপনজন হবেনা কেউ সাথি।।
একা একা বাঁশ বাগানে থাকতে হবে তোমায়,
ভাল হয়ে যাও এখনো থাকতে হাতে সময়।
আজ তুমি খেলে চলেছ জিবন যুদ্ধের খেলা,
সেই দিন চড়তে হবে মরণ নাও এর ভেলা।।
আজ তোমার কত বন্ধু আরো সাথি আছে,
চারদিকে দেখবে চেয়ে কেউ নেই তোমার কাছে।
এই পৃথিবীতে এসেছে যারা কেউ স্থায়ী হয়নি তারা,
সবাই চলে গেছে ঐ অচেনা দেশে।।
কত বাদশা কত রাজা এসেছে এই দেশে,
সকল রাজ্য রাজত্ব রেখে চলে গেছে শেষে।।
আজ তুমি ক্ষমতা বাজ ক্ষমতার বড়াই কর,
সময় থাকতে এখন আল্লাহর পথটি ধর।।।
আল্লাহর পথে থাকলে শান্তিতে দিন যাবে,
পুরষ্কার স্বরূপ জান্নাতটা ও পাবে।।
আরে আরে তুমি এত বিশ্বাস কর কারে,
সে কি নিজের নিঃশ্বাসের  গ্যারান্টি দিতে পারে।।।