সকাল বেলা বসেছে মেলা ঐ পারেতে আজ,
শুনেছি মাছ গুলি সেজেছে বহুরূপি সাজ।
চল চল চল তাড়াতাড়ি চল মাছের মেলায় যাব,
ঐ খানেতে সকল মাছের গল্প শুনতে পাব।
এইত এসে পড়েছি ঐ মাছেদের মেলায়,
আরে আরে সত্যিই ত মাছেরা সব মেতেছে আজব খেলায়।
ঐ দেখ বসে আছে ইলিশ ও কিন্তু এইখানেতে করবে অনেক সালিশ,
আজ কিন্তু ইলিশ রাজা বাকি যারা সবায় প্রজা,
সে কি তাই চল চল চল ওর পাশেতেই যাই।
ইলিশ বলল,চুপ চুপ চুপ একটাও কথা নয়,
এখন আমরা সরাসরি বিচার কাজে যাই।
এই যে পুঁটি তোর নাকি ঘরের ভেঙ্গেছে খুটি,
বল সে কে শাস্তি স্বরূপ তাকে দিব তোর সাথে বে।।।
পুঁটি বলল না না না পারবনা আমি করতে তাকে বিয়ে,
আর কেহ নয় সে যে মোদের ইলিশ রাজার মেয়ে।।
আহা দেখ দেখ দেখ রাজার মেয়ে দিচ্ছে কেমন ঢং,
মনে হচ্ছে পার্লার থেকে মেকেছে অনেক রং।
গরীব পুঁটি তাই বলে কি ভাঙ্গবে ঘরের খুঁটি,
এর সাথে কি করে মিলবে পুঁটির জুটি।
বলল রাজা এই মেয়ে করেছ কি আজ,
শুনছি আমি বলছে লোকে তোমার নেই কি লাজ।
রাজার মেয়ে তো কি হয়েছে শাস্তি তোমার হবে,
বল বল পুঁটি তুই বিয়ে করবি কবে।
মেয়ে বলল বাবা শোন বলি একটি কথা,
ছোট্ট কথায় তুমি পেওনা একটু ব্যথা।
ঐ পুঁটির ঘর ছিল যেথা আমার পার্লার ও আছে সেথা,
পার্লার ভেবে ঢুকেছি ওর ঘরে।
দেখি চেয়ে ঘরের খুঁটি ছিল নড়বড়ে।
পুঁটি যাবে কার ঘরে হটাৎ যদি ভেঙ্গে পড়ে,
রাজার মেয়ে আমি ও আমার প্রজা,
ওর জন্য নিয়ে এলাম একটা খুঁটি সোজা।
পুঁটি ভুল বুঝতে পারলো রাজার এসে পায়ে পড়ল,
রাজা বলল নারে পুঁটি আমার কাছে না ক্ষমা যদি চইতেই হয় মেয়ের কাছে চা।।
মেয়ে বলল ভূল আছে সবার ক্ষমা কিসের জন্য,
সকল মাছ বলে উঠলো ধন্য ধন্য ধন্য!!!