এই সময় তুমি কোথায় চলে যাও,
আমার জন্য একটু দাঁড়াও।।।
আমায় তোমার সঙ্গে নিয়ে যাও,
কেন তুমি তোমার সঙ্গে আমায় নাও না,
কেন তুমি রাখনা এতটুকু বায়না।


আমায় কি তুমি একটু ভালবাসনা,
জন্ম নিয়েছি তোমার কোলে,
আমায় কেন যাও বার বার ফেলে।
তোমার কি একটু কষ্ট হয়না,
তুমি বড়ই সার্থপর তাই তোমায় দিলাম আড়ি,,
আমি পারছিনা আর সহ্য করতে তোমার বাড়া বাড়ি।।
সময় বলছে,,
আমি যাই দূর অজানায় আমার সাথে কারো কথা নাই,
আমি দাঁড়াইনা কারো জন্যে,
ঝড় বৃষ্টি আর যতই আসুক বন্যে।।


তোমায় সঙ্গে নিতে পারি যদি তুমি কর আড়ি আলসীমির সাথে,,
তখনি পারবে চলতে আমি সময়ের সাথে।।


পারিনা রাখতে কারো বায়না আর ভালবাসা,
আমি দেইনা কারো কোন মিথ্যা আশা।।


জন্ম নিয়েছ তুমি আমার কোলে এ কথা নিজেই আজ গেছ ভুলে,
তাই করনা কোন কাজ এ জন্য তোমার কাছে আমি সার্থবাজ।।।


মিছি মিছি দিচ্ছ তুমি আমার সাথে আড়ি,,
সকাল হলেই দেখবে আমি তোমার বাড়ি।।


আবার যদি যাও ভুলে চলে যাব আমি একা ফেলে,,
হয়ে যাব সত্যি সার্থবাজ তোমার সাথে থাকবেনা কোন কথা কাজ।।।


সময় তুমি অনেক ভাল তোমার কথায় আজ পেলাম আলো পেলাম নতুন আশা,,


কি বলবো আর বলার মতো নাই যে কোন ভাষা।।।
সময় বলল, ভাষা ছাড় মনকে আগে শক্ত কর,
আমি কাছে আসলে যেমনে পার ব্যবহার কর।।
একটু তো কষ্ট হবে তাতে কিবা যাবে,
কষ্টের ফল অবশ্যই অবশ্যই পাবে।।


হ্যা বুঝেছি আমি তাই করবনা সময় নষ্ট,,
এর জন্যে আমি পাই যে ধরনেরই কষ্ট।।


যারা বলে সময় খারাপ তারা অনেক বোকা,
এরাই শুধু রয়ে গেল ছোট কচি খোকা।।।



তারিখ ০৩/০৪/২০১৭
  সময় রাত ১১:৩০ মি: