টাকা হলো এই সময়ের এমন একটি মাধ্যম,
যার কারণে মানুষ গুলি হয়ে যায় বড় অধম।
টাকা আছে যার মূল্য অনেক তার,
টাকা নাই যার মেনে নেয় সে হার।।
এই পৃথিবীতে আছে অনেক জমিদার যারা টাকা নিয়ে বড়াই করে,
শত শত গরিব দুঃখি টাকার জন্য মরে।


টাকার বড় মায়া যার আছে টাকা তার অনেক দাম,
নিজে নয় অন্য লোকে করে তার কাম।।
টাকার এই রহস্য
          দেখায় অনেক হাস্য।
দেখাও এই জগতে তুমি বাহাদুরি,,
খেলা শেষে ঐ পারেতে দিতে হবে পাড়ি।।।


একটা কথা সত্য এই পৃথিবী টাকা কিছু নয়,
টাকার চেয়ে অনেক দামি সুন্দর মন যদি হয়।
মনকে তুমি শেখাবে করতে বড় বড় ত্যগ,
শেষ বিদায়ের প্রস্তুতি নিবে গুছিয়ে তোমার ব্যাগ।
টাকা বড়ই আজব,
আবার টাকা থাকলে চারদিক থেকে আসে অনেক গজব।
টাকা থেকে হয়ে যাও সাবধান,
টাকার জন্য করনা সৃষ্টি কোন ব্যবধান।।
টাকা নদীর জোয়ারের মত আসে ভাটার মত যায়,
এই টাকার জন্য কত মানুষ অকালে ঝরে যায়।।।