ভালো থাকা এক বালির বাঁধ
আঁকড়ে নিয়ে হাতে ।
দিন দুপুরে আঁধার নামে
বিষম যন্ত্রণাতে ।
রূপের মোহে গোলাপ ছুঁয়ে
কাঁটার আঁচড় সই ,
বুকের ভেতর মুক্তো রাখে
এমন ঝিনুক কই ।
মধ্যরাতে ঘুম ভেঙে যায়
বাইরে জোনাক জ্বলে ,
নেইকো মানুষ হালকা হবো
মনের কথা বলে ।
সুপ্ত প্রাণে দীপ্তি জাগে
যখন নিরালায় ,
ঝলসে আগুন উল্কাপিন্ড
বুকের মাঝে ধায় ।
আপন পরের হিসেব কষে
ফুরায় শুধু দিন ,
জগৎ জুড়ে বাড়তে থাকে
বেঁচে থাকার ঋণ ।
ভালোবাসার পংক্তি গুলো
ঝাপসা হয়ে আসে ,
মূল্যহীনের আখ্যা দিয়ে
ধায় সে কালের গ্রাসে ।
হাজার ভিড়ের মাঝে খুঁজে
পাইনা আপনজন ,
আবছা আলোয় হাতড়ে বেড়ায়
তাকেই অনুক্ষণ।
মনের গহীন আঁধার কোনে
চেনা একটি মুখ ,
আসলে কাছে প্রাণ ফিরে পাই
অভূত এক সুখ ।