সকাল হলে শাউড়ি বলে,
ওলো রাজার ঝি,
কুকড়া ডাকে, গরু হাঁকে
শুনছু কানে কি?


উঠান বাড়ি ঝাড়ু মারি,
কমরে হল ব্যথা,
এঁটো বাসন মাজন ঘসন,
পরেও মাগির কথা।


অবাক সৃষ্টি চোদ্দ গুষ্টি,
হাঁড়ির ভরা ভাত,
উধাও করে ঘুমটি মারে,
আমার পেটে লাথ।


শ্বশুর বেটা আস্ত পাঁঠা
মাগির আঁচল ধরে,
যেমনটি কয় তেমনটি সয়,
না বাঁচে না মরে।


মরদ আমার সুপুত্র তার
চুলে কেটে টেরি,
পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়
করে কেলেঙ্কারি।


ঘরের রানী ননদিনী
ফুলিয়ে নিয়ে পেট,
আরাম করে বাপের ঘরে
বসেছে হয়ে গ্যাঁট।


আমার ঘাড়ে এসেছে পড়ে
যত রাজ্যের ভার,
কাঁদে ছানা সবাই কানা
পারিনা সইতে আর।


সকাল থেকে কাজের ফাঁকে
হয়না অবসর,
রাতের বেলায় দিনের ঠেলায়
শরীর বলে পর।


বিছানা পেতে গড়িয়ে নিতে
যায়না পেটে খুদ,
শান্তি কোথায় ঘুমোবো হেথায়
ছানায় চুসে দুদ।


*********************


পাক্ষিক কবিতা সংকলনে প্রকাশিত