একটি আছে সুখের দেশ
বড়োই সে নামকরা,
শান্তি প্রীতি মেলামেশায়
উন্নতিতে সেরা।
সে দেশেতে নেইকো গরীব
মাথার মুকুট 'শ্রী',
সেই দেশতেই রয়েছে গড়া
বেবাক ইন্ড্রাস্ট্রি।
সেখানের সেই 'ভাজা' প্রোডাক্ট
দুর দেশে দেয় পাড়ি,
রপ্তানিতে চীন ও জাপান
রয়েছে পিছে পড়ি।
আট ফসলি ঘাসের চাষে
সেই দেশেরই মাঠ
ছাড়িয়ে গেলো রতন খুড়োর
ফালতু ন্যানোর হাট।
অপরাধের মাত্রা কমে
হয়েছে সেথায় 'নাই',
রক্ষকদের বাড়ছে ভুঁড়ি
সুখের চোটে তাই।
রামকৃষ্ণের ধর্মপত্নী'র
নামে ছোঁড়া কাদা,
বিবাদকারী সেই দেবতাও
প্রমাণ সেথায় সাদা।
ছোট ছোট দলের মাঝে
রাজার দেওয়া দান-
সফলতার ঊর্দ্ধে তারা
রাখলো রাজার মান।
সেই সে দেশের রাজা হলেন
শিল্প গুণে ভরা,
তার হাতেরই তুলির ছোঁয়া
চিত্রজগৎ সেরা
রাজ্যসভার সভাসদদের
আদেশ দেওয়া থাকে
বাড়ি বাড়ি ঘুরে তারা
সবার খবর রাখে।
স্বাস্থ্য সেবায় নামডাক তার
হয়েছে বিশ্বসেরা,
হেথায় আছে দেশবিদেশের
তাবড় ডাক্তারেরা।
সে দেশ যেন স্বর্গপুরী
সব দেশেরই সেরা,
রাজার দেওয়া বাহন চড়ে
যাচ্ছে পড়ুয়ারা।
পাহাড় থেকে জঙ্গল সব
হেসেই লুটোপুটি,
তালপুকুর সে দেশের নাম
নাইবা ডুবলো ঘটি।