চারিদিকে আজ মুখরিত দেখি
ভাষণের বুলি ছোটে,
প্রতি মুখে মুখে পহেলা মে-এর
কতশত বাণী রটে।
কিন্তু থামেনি রিক্সাওয়ালার
প্রতিদিন ঘোরা চাকা,
জ্বলজ্বলে চোখে স্টেশনের বুকে
কুলির তাকিয়ে থাকা।
বাদাম ছোলার ব্যাগ কাঁধে নিয়ে
ট্রেনে বাসে যার ফেরা,
কাঁধে নিয়ে হাল হাতেতে কোদাল
বলদের পিছে ঘোরা।
ঠিকে কাজের সেই মাসীটা-
শতছিন্ন শাড়ি,
আজো গেছে দেখি প্রতি ঘরে ঘরে
বাবু মালিকের বাড়ি।
যে মেয়েটি কভু সন্ধ্যাকালে
চৌকাঠে পেতো ভয়,
ঠোঁটে রঙ মেখে দেখি সে আজো
গলিতে দাঁড়িয়ে রয়।
অফিসের যতো বড়বাবু আজ-
সপরিবারের ছুটি,
কিশোর চালক আজো তাই দেখি
অতিভোরে গেছে উঠি।
বন্ধ করো এ তামাশার খেলা
সহ্য হয়না আর,
চির বঞ্চিত সে রহিল দূরে'তে
পহেলা মে আজ যার।
যারা বড় বড় ভাষণেই শুধু
মেতে আছো সব ভুলে
শ্রমিকের পাশে দাঁড়িয়ে কভু কি
নিয়েছো সে ভার তুলে?