বন্ধু, তোমার চিঠিতে তুমি জিজ্ঞাসা করেছো কেমন আছি।


আশা আর হতাশার মাঝখানে কয়েকটা পঙক্তি সাজিয়েছি।
আর তার মধ্যবর্তী শব্দগুলো রোজ নুতন ভাবে বিন্যস্ত করতে করতে অতিবাহিত করছি সময়।
সময়, সংসার, সাধারন মানুষ-
রোজ একটু একটু করে বদলাচ্ছে,
কিন্তু আমার বিশ্বাস আর ভরসায় সাজানো পঙক্তিগুলিতে তারা সেই রূপেই বিরাজমান।


অনেক কিছুই হতে চেয়েছিলাম।
শুধু চেয়েছি!
আর সেই না পাওয়া চাওয়া গুলো আমি রোজ হয়ে উঠি আমার এক একটি কল্পনাতে।


তারপর যখন হঠাৎ করে বাস্তব এসে টোকা দেয় আমার কল্পনার রাজ্যের সিংহদুয়ারে, ঠিক তখনই মৃত্যু হয় আমার কল্পনার আমি'র।


এমনি মরছি আমি রোজ এক একটি মৃত্যু।


সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছি।
এমনি ওঠাপড়া জীবনের মাঝখানে আমি বেঁধে রেখেছি এক সজীব প্রাণকে।
প্রতি মুহুর্ত যে অনুভব করছে এক একটি ছন্দপতনের মুক আঘাত।


তবুও আছি!
জানিনা আর কতোদিন!
ভুলে যাওয়া অতীত আর না জানা ভবিষ্যতের মাঝখানে আমার যেটুকু বর্তমান, সেটুকু থেকেই তোমায় বলছি -
আমি ভালো আছি।