বাতাসে গুমোট,
নিঃশ্বাসে বিষ,
অবক্ষয়িত সমাজের কুর্নিশ ,


হারিয়ে যাওয়া স্বপ্ন গুলো নিচড়ে নিয়ে,
ঝরা পাতার ক্লোরোপ্লাসটিডের রঙে সবুজ করি
আর ঘুণ ধরা খাটের ওপর সময়ের হিসাব কসি।


মাথার ওপর সূর্য,
আর নিচে অন্ধকার গলিতে হাতড়ে ফিরি শৈশব |
রমা , বিদিশা , অখিলেশ অতনু জানিনা হারিয়েছে কোথায়।
ঘসা চসমার কাঁচে
স্মৃতির মতোই অস্পস্ট সব।


সময়ের হিসেব শুধু সুগারের ঔষধ আর ক্যথিটার বদলানোতেই আটকে গেছে ,
পাতা উল্টে পড়ার খবর আজ আর খবর মনে হয়না
তার চেয়ে বড় খবর ওরা বাড়ি ফিরেছে কি না!


আসেনা কাছে,
তবু মনে হয় পাশে তো আছে।
প্রমান করা কস্টকর তবুও বিশ্বাস করতে হয় ভরসা নামক শব্দটাকে।
বসন্ত আসে পেরিয়ে যায়
পুরানো ঝরে,
নব কিশলয়ের উদ্বোধন হয় ,
আমি পার করি সময় আমার নিয়মিত ট্যবলেট
আর ক্যথিটার বদলে।