এলাম ফিরে তোমার দ্বারে
অনেক দিনের পর
রেখেছো কি আমায় মনে
হে কবিতার আসর ?
জীবন দেবী আমায় দেখে
ফেলে চোখের জল,
আমার রুদ্ধবাকের শব্দগুলো
বেজায় টলমল ।
জগৎ জুড়ে খুঁজি তোমায়
আদিম নেশায় হারা
উথল-পাথল হিয়ার মাঝে
ধরতে না দাও ধরা ,
বিদ্রোহীদের রক্তে পিছল
আঁধার পথে হাঁটি
সমর জয়ী কেতন ওড়াই
বড়োই পরিপাটি ,
সবলে নিধন করছি যে রোজ
যাকে ভেবে নিয়ে দৈত্য
তার নীচেতেই বেবাক মরিছে
কত শতশত সত্য ,
ফলার আঁচড় শরীর চিরে
কালির আঁচড় খাতা
কেউ কি আছে বুঝবে কভু
সেই আঁচড়ের ব্যাথা ,
বান্দর নাচে লাঠির তালে
মাদারির হয় নাম
গণতন্ত্র নিলামে উঠেছে
দিতে পারো যদি দাম ।