এক অদ্ভুত অন্ধকার গ্রাস করেছে আজ পৃথিবীর ঠাঁই,
নরকের যন্ত্রণাময় ঘুটঘুটে আঁধার।
শ্বাসরোধী ভয়াভয়তা পেঁচিয়ে মৃত্যুর অজগর
সগর্বে মাথা উঁচু করে বলে; চুপ!
বর্তমান সভ্যতা।


সত্যিটাকে সত্যি বলতে আজ ভাবতে হয়।
শব্দের অর্থবহতার চেয়ে বড় আজ পাঠকের সিদ্ধান্ত।
সত্য মিথ্যারা আজ আপেক্ষিকতাবাদের দোলাচলে।
বড্ড অসহায়।


তার্কিক মনস্তত্ত্বে বিরোধীতাই তর্কের মধ্যমণি।
ক্ষুদ্র স্বার্থের বলি বৃহৎ সত্যের সমাধি হয় কালের গহ্বরে ,
পঙ্কিলতায় আবদ্ধ রথের চাকা নিয়ে যুগে যুগে হার মানে কর্ণ।
জয় পরাজয় অর্থহীন হয়ে উঠে মানবশূণ্য  বিষাদগ্রস্ততায়।
রচিত হয় এক একটি মহাকাব্য শুধু আলোচিত হওয়ার জন্য।