বোধের ঘরে আগুন লাগুক; জেগে উঠুক অলস প্রাণ
শীতলক্ষ্যা ডাকছে শুনুন, শুনুন মায়ের আহবান
শিউলি কেবল তখন-ই ফোটে; যখন ফোটে কাশফুল
অনেক হলো এবার থামুন এক জীবনে আর কত ভুল!


আকাশ জুড়ে শরত নীলে শুভ্র চাদর সাদা মেঘের ভেলা
বাতাস ধারা আউলা মনে বাউল ধামে সব পাগলে মেলা
আজকে খুশির ফোয়ারা সাজিয়ে আসুন নতুন কিছু ভাবি,
চির তরুণ রমজান বিন ভেবে দেখুন; ভালোবাসার দাবি।


মন্দের পথ মাড়িয়ে দ্বন্দ্বের গিঁট ছাড়িয়ে যেতে হবে বহুদূর
জন্মতিথি'তে সত্য শপথে হোক আগামী সুন্দর সুমধুর


(কবি রমজান বিন মোজাম্মেলকে)