কোথায় দেখা পাই'রে দয়াল
কোথায় দেখা পাই?


ডানে খুঁজি বামে খুঁজি
তোমার দেখা নাই।
মসজিদ মন্দির গির্জা
কোথাও দেখা নাই।


মন মাজারে থাকো তুমি
বসত বারো মাস।
দুনিয়াবি মিছে খুঁজে
হয়ে গেছি লাশ।


কিতাব কয় বিরাজ স্রষ্টা
সৃষ্টির কলবে_
হকিকত, তরিকত
আর মারফত মাঝে।


শরিয়ত পথ টা সোজা
বোঝা বড় দায়।
দ্বন্দ্ব যত ভণ্ড তত
চিনবো কি উপায়?


কেহ ডাকে মালিক খোদা
কেহ ডাকেন সাই
কোথায় দেখা পাই'রে দয়াল
কোথায় দেখা পাই।